বাংলায় সমস্ত প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য GK MCQ Part – 1 – GK MCQ in Bengali for All Competitive Exam

আজকের পর্বে আপনাদের কে কিছু প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য প্রশ্নোত্তরে খোঁজ দেব। যা আপনার আগামী পরীক্ষায় সাহায্যে আসতে পারে।

GK MCQ in Bengali for All Competitive Exam Part – 1

১) সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?

[A] বৃহস্পতি
[B] শুক্র
[C] শনি
[D] বুধ

[C]বৃহস্পতি

২) কোন গভর্নর জেনারেল শাসনকালেই মারা যান?


(A) লর্ড ক্যানিং
(B) লড ডালহৌসি
(C) লর্ড মেও
(D) লর্ড লিটন

[C]লর্ড মেও

৩) শুভঙ্কর শর্মা কোন খেলার সঙ্গে যুক্ত?


[A] কবাডি
[B] গলফ
[C] টেনিস
[D] তীরন্দাজি

[C]গলফ

৪) সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে ইমপিচ করা যায়?


[A] ৬১ নম্বর ধারা
[B] ৫৬ নম্বর ধারা
[C] ৭৬ নম্বর ধারা
[D] ৭৫ নম্বর ধারা

[C]৬১ নম্বর ধারা

৫) কোন ধরনের কয়লা সবচেয়ে কম পাওয়া যায়?


[A] কোক কয়লা
[B] কাঠ
[C] চারকোল
[D] হীরা

[C]হীরা

৬) বিক্রমশিলা মহাবিহার কে নির্মাণ করে?


[A] দেবপাল
[B] গোপাল
[C] বল্লাল পাল
[D] ধর্মপাল

[C]ধর্মপাল

৭) ভারতের সবচেয়ে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি?


[A] কেরল
[B] দিল্লি
[C] বিহার
[D] উত্তর প্রদেশ

[C]বিহার

৮) মানুষের লালারসে কোন উৎসেচক থাকে?


[A] টায়ালিন
[B] রেজিন
[C] টেনিন
[D] রেনিন

[C]টায়ালিন

৯) একটি তেজস্ক্রিয় মৌল হল?


[A] লোহা
[B] পারদ
[C] প্লাটিনিয়াম
[D] রেডিয়াম

[C]রেডিয়াম

১০) পার্বত্য মৃত্তিকার অপর নাম হল?


[A] রেগুর
[B] পডসল
[C] চার্নোজেম
[D] সিরোজেম

[C]পডসল

১১) থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?


[A] টেবিল টেনিস
[B] ব্যাডমিন্টন
[C] বিলিয়ার্ড
[D] লক টেনিস

[C]ব্যাডমিন্টন

১২) ইন্ডিকা কার লেখা?


[A] ফাহিয়েন
[B] মেগাস্থিনিস
[C] অশ্বঘোষ
[D] হিউয়েন সাও

[C]মেগাস্থিনিস

১৩) প্রথম কোন রাষ্ট্রপতি ভারতরত্ন পান?


[A] ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন
[B] ডঃ রাজেন্দ্র প্রসাদ
[C] নিলাম সঞ্জীব রেড্ডি
[D] মুরারজি ডেসাই

[C]ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন

১৪) ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?


[A] উত্তর প্রদেশ
[B] মধ্যপ্রদেশ
[C] তামিলনাড়ু
[D] রাজস্থান

[C]রাজস্থান

১৫) ভারতের প্রথম জাতীয় উপাদান কোনটি?


[A] বন্দিপুর
[B] কাজিরাঙ্গা
[C] কানহা
[D] করবেট

[C]করবেট