বাংলায় সমস্ত প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য GK MCQ Part – 2 – GK MCQ in Bengali for All Competitive Exam

আজকের পর্বে আপনাদের কে কিছু প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য প্রশ্নোত্তরে খোঁজ দেব। যা আপনার আগামী পরীক্ষায় সাহায্যে আসতে পারে।

GK MCQ in Bengali for All Competitive Exam Part – 2

১) মোগল শাসক দ্বিতীয় বাহাদুর শাহ কে ইংরেজরা কোথায় নির্বাসিত করে রেখেছিলেন?
[A] আন্দামান
[B] হায়দ্রাবাদ
[C] রেঙ্গুন
[D] মান্দালয়

[C] রেঙ্গুন

২) প্রথম কোন মোগল সম্রাট সুরাটে কারখানায় স্থাপনের জন্য ব্রিটিশদের ফরমান মঞ্জর করেন?
[A] শাহজাহান
[B] ঔরঙ্গজেব
[C] জাহাঙ্গীর
[D] আকবর

[C] জাহাঙ্গীর

৩) ভারতবর্ষের কি যুদ্ধে প্রথম বারুদ ও কামান ব্যবহার করেন?
[A] ইব্রাহিম লোদী
[B] বাবর
[C] আলাউদ্দিন খলজী
[D] আকবর

[B] বাবর

৪) কোন মোগল সম্রাট শেরশাহের কাছে পরাজিত হয়ে রাজ্যচ্যুত হন?
[A] হুমায়ুন
[B] বাবর
[C] জাহাঙ্গীর
[D] আকবর

[A] হুমায়ুন

৫) মূল্যবান ঐতিহাসিক দলিল আকবর-ই-নামা কার লেখা?
[A] টোডরমল
[B] আবুল ফজল
[C] হুমায়ুন
[D] আকবর

[B]আবুল ফজল

৬) কোন সম্রাট জিজিয়া করের অবলুপ্তি ঘটান?
[A] আকবর
[B] জাহাঙ্গীর
[C] শেরশাহ
[D] মোহাম্মদ বিন তুঘলক

[A] আকবর

৭) কোন মোগল সম্রাটের পুত্রদের মধ্যে সিংহাসনের উত্তরাধিকার পাওয়ার জন্য বেদনাদায়ক যুদ্ধ হয়েছিল?
[A] শাহাজাহান
[B] ঔরঙ্গজেব
[C] হুমায়ুন
[D] জাহাঙ্গীর

[A] শাহাজাহান

৮) পারস্যের শাহ এবং মোগলদের মধ্যে নিচের কোন অঞ্চলের দখল নিয়ে এক তিওু দ্বন্দু বর্তমান ছিল?
[A] গজনী
[B] কাবুল
[C] পাতিয়ালা
[D] কান্দাহার

[D] কান্দাহার

৯) শেরশাহের আসল নাম কি?
[A] ফৈজি
[B] ফরিদ
[C] আলম
[D] হিমু

[B] ফরিদ

১০) ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন?
[A] ১৪৯৮
[B] ১৪৯২
[C] ১৫২৬
[D] ১৩৯২

[A]১৪৯৮

১১) স্বরাজ স্বধর্ম এবং গোরক্ষা -এই তিনটের সাথে কোন ঐতিহাসিক ব্যক্তির নাম জড়িত?
[A] মহাত্মা গান্ধী
[B] বালগঙ্গাধর তিলক
[C] হর্ষবর্ধন
[D] শিবাজী

[B] বালগঙ্গাধর তিলক

১২) মারাঠাদের রাজত্বকালে নিচের আদায় করা হত?
[A] চৌথ
[B] পাট্টা
[C] কাবুলিয়ৎ
[D] জিজিয়া

[A] চৌথ

১৩) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে বোম্বাই শহর অধিগ্রহণ করে?
[A] ওলন্দাজ
[B] পর্তুগিজ৩২২
[C] চার্লস দ্বিতীয়
[D] প্রথম চার্লস

[C] চার্লস দ্বিতীয়

১৪) ১৭৯০খ্রিস্টাব্দে তৃতীয় মহীশূর যুদ্ধে টিপু সুলতান কার কাছে পরাজিত হন?
[A] স্যার জন শোর
[B] ওয়ারেন হেস্টিংস
[C] ওয়েলেসলি
[D] কর্ণ ওয়ালিস

[C][D] কর্ণ ওয়ালিস

১৫) ভারতীয় ইতিহাসে কাকে আখ্যা দেওয়া হয়েছিল পর্বত মুসিক পার্বত্য মুষিক?
[A] শিবাজী
[B] রানা প্রতাপ
[C] রনজিৎ সিং
[D] পৃথ্বীরাজ চৌহান

[A] শিবাজী