আজকের পর্বে আপনাদের কে কিছু প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য প্রশ্নোত্তরে খোঁজ দেব। যা আপনার আগামী পরীক্ষায় সাহায্যে আসতে পারে।
GK MCQ in Bengali for All Competitive Exam Part – 2
১) মোগল শাসক দ্বিতীয় বাহাদুর শাহ কে ইংরেজরা কোথায় নির্বাসিত করে রেখেছিলেন?
[A] আন্দামান
[B] হায়দ্রাবাদ
[C] রেঙ্গুন
[D] মান্দালয়
[C] রেঙ্গুন
২) প্রথম কোন মোগল সম্রাট সুরাটে কারখানায় স্থাপনের জন্য ব্রিটিশদের ফরমান মঞ্জর করেন?
[A] শাহজাহান
[B] ঔরঙ্গজেব
[C] জাহাঙ্গীর
[D] আকবর
[C] জাহাঙ্গীর
৩) ভারতবর্ষের কি যুদ্ধে প্রথম বারুদ ও কামান ব্যবহার করেন?
[A] ইব্রাহিম লোদী
[B] বাবর
[C] আলাউদ্দিন খলজী
[D] আকবর
[B] বাবর
৪) কোন মোগল সম্রাট শেরশাহের কাছে পরাজিত হয়ে রাজ্যচ্যুত হন?
[A] হুমায়ুন
[B] বাবর
[C] জাহাঙ্গীর
[D] আকবর
[A] হুমায়ুন
৫) মূল্যবান ঐতিহাসিক দলিল আকবর-ই-নামা কার লেখা?
[A] টোডরমল
[B] আবুল ফজল
[C] হুমায়ুন
[D] আকবর
[B]আবুল ফজল
৬) কোন সম্রাট জিজিয়া করের অবলুপ্তি ঘটান?
[A] আকবর
[B] জাহাঙ্গীর
[C] শেরশাহ
[D] মোহাম্মদ বিন তুঘলক
[A] আকবর
৭) কোন মোগল সম্রাটের পুত্রদের মধ্যে সিংহাসনের উত্তরাধিকার পাওয়ার জন্য বেদনাদায়ক যুদ্ধ হয়েছিল?
[A] শাহাজাহান
[B] ঔরঙ্গজেব
[C] হুমায়ুন
[D] জাহাঙ্গীর
[A] শাহাজাহান
৮) পারস্যের শাহ এবং মোগলদের মধ্যে নিচের কোন অঞ্চলের দখল নিয়ে এক তিওু দ্বন্দু বর্তমান ছিল?
[A] গজনী
[B] কাবুল
[C] পাতিয়ালা
[D] কান্দাহার
[D] কান্দাহার
৯) শেরশাহের আসল নাম কি?
[A] ফৈজি
[B] ফরিদ
[C] আলম
[D] হিমু
[B] ফরিদ
১০) ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন?
[A] ১৪৯৮
[B] ১৪৯২
[C] ১৫২৬
[D] ১৩৯২
[A]১৪৯৮
১১) স্বরাজ স্বধর্ম এবং গোরক্ষা -এই তিনটের সাথে কোন ঐতিহাসিক ব্যক্তির নাম জড়িত?
[A] মহাত্মা গান্ধী
[B] বালগঙ্গাধর তিলক
[C] হর্ষবর্ধন
[D] শিবাজী
[B] বালগঙ্গাধর তিলক
১২) মারাঠাদের রাজত্বকালে নিচের আদায় করা হত?
[A] চৌথ
[B] পাট্টা
[C] কাবুলিয়ৎ
[D] জিজিয়া
[A] চৌথ
১৩) ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে বোম্বাই শহর অধিগ্রহণ করে?
[A] ওলন্দাজ
[B] পর্তুগিজ৩২২
[C] চার্লস দ্বিতীয়
[D] প্রথম চার্লস
[C] চার্লস দ্বিতীয়
১৪) ১৭৯০খ্রিস্টাব্দে তৃতীয় মহীশূর যুদ্ধে টিপু সুলতান কার কাছে পরাজিত হন?
[A] স্যার জন শোর
[B] ওয়ারেন হেস্টিংস
[C] ওয়েলেসলি
[D] কর্ণ ওয়ালিস
[C][D] কর্ণ ওয়ালিস
১৫) ভারতীয় ইতিহাসে কাকে আখ্যা দেওয়া হয়েছিল পর্বত মুসিক পার্বত্য মুষিক?
[A] শিবাজী
[B] রানা প্রতাপ
[C] রনজিৎ সিং
[D] পৃথ্বীরাজ চৌহান
[A] শিবাজী