বাংলায় সমস্ত প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য GK MCQ Part – 3 – GK MCQ in Bengali for All Competitive Exam

আজকের পর্বে আপনাদের কে কিছু প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য প্রশ্নোত্তরে খোঁজ দেব। যা আপনার আগামী পরীক্ষায় সাহায্যে আসতে পারে।

GK MCQ in Bengali for All Competitive Exam Part – 3

১) কোন সম্রাটের রাজত্বকালে শিবাজী বিশাল হিন্দুরাষ্ট্র গড়ার স্বপ্ন দেখেছিল?
[A] মোহাম্মদ বিন তুঘলক
[B] শেরশাহ
[C] শাহজাহান
[D] ঔরঙ্গজেব

[D] ঔরঙ্গজেব

২) পলাশীর যুদ্ধের পরেই বাংলার নবাব কে হয়েছিলেন?
[A] বল্লাল সেন
[B] মীরকাসিম
[C] আলি বাদি‌ খাঁ
[D] মীরজাফর

[D] মীরজাফর/p>

৩) ১৭৫৭ পলাশীর যুদ্ধে সিরাজ উদ দৌলা কার কাছে পরাজিত হল?
[A]ওয়ারেন হেস্টিংস
[B] রবার্ট ক্লাইভ
[C] মীরজাফর
[D] ডুপ্লে

[B] রবার্ট ক্লাইভ

৪) ভারত থেকে ইংরেজদের বিতাড়িত করার জন্য কোন ভারতীয় রাজা নেপোলিয়নের সাহায্য প্রার্থনা করেছিলেন?
[A] ঝাঁসির রানী
[B] হায়দার আলী
[C] শিবাজী
[D] টিপু সুলতান

[D] টিপু সুলতান

৫) মীরজাফরের পরবর্তী বাংলার নবাব কে ছিলেন?
[A] মীরকাসিম
[B] আলীবদ‍ি খাঁ
[C] মীর মদন
[D] মুর্শিদকুলি খাঁ

[A] মীরকাসিম

৬) নিচের কোন কোন জোড়াটি সঠিকভাবে সম্পর্কিত নয়?
[A] সিন্ধিয়া -গোয়ালিয়র
[B] পেশোয়া- পুন
[C] গায়কোয়ার-বরোদা
[D] ভোঁসলে- ইন্দোর

[D] ভোঁসলে- ইন্দোর

৭) নিচের কোন দেশটি ভারতে বাণিজ্যিক কেন্দ্র স্থাপনে কোনও উদ্যোগ নেয়নি?
[A] ফ্রান্স
[B] ইতালি
[C] পর্তুগাল
[D] ইংল্যান্ড

[B] ইতালি

৮) বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হন?
[A] গোর্খা জাতি ও অক্টারলোনি
[B] রঞ্জিত সিং এবং বেন্টিঙ্ক
[C] মীরজাফর ও ক্লাইভ
[D] পেশোয়া বাজীরাও ও ওয়েলেসলি

[D] পেশোয়া বাজীরাও ও ওয়েলেসলি

৯) সর্বপ্রথম ভারত বর্ষ আক্রমণকারী মুসলিম জাতিরা ছিল?
[A] তুরকি
[B] মোঙ্গল
[C] আরব
[D] মোগল

[C] আরব

১০) চালুক্য রাজবংশের শ্রেষ্ঠ সম্রাট কাকে বলা হয়?
[A] দ্বিতীয় পুলকেশী
[B] প্রথম পুলকেশী
[C] কনিষ্ক
[D] চাণক্য

[A] দ্বিতীয় পুলকেশী

১১) পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি?
[A] ইলিয়াড
[B] মহাভারত
[C] ঋগবেদ
[D] উপনিষদ

[C] ঋগবেদ

১২) আইহোল প্রশস্তি কে রচনা করেন?
[A] বানভট্ট
[B] কবি রবিকীর্তি
[C] ভাস
[D] বিশাক দও

[B] কবি রবিকীর্তি

১৩) মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?
[A] অজাতশত্রু
[B] অশোক
[C] সমুদ্রগুপ্ত
[D] বৃহদ্রত

[B] অশোক

১৪) দ্বিতীয় অশোক বলে কাকে অভিহিত করা হয়?
[A] চন্দ্রগুপ্ত
[B] হর্ষবর্ধন
[C] শিবাজী
[D] কনিষ্ক

[D] কনিষ্ক

১৫) নিচের কে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন?
[A] কালিদাস
[B] হরিষণে
[C] অশ্ব ঘোষ
[D] বানভট্ট

[B] হরিষণে